বেকার ২০ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১০ জুন ২০২০

কারিগরি শিক্ষাবোর্ড সংশ্লিষ্টদের মামলার কারণে স্বাস্থ্য অধিদফতরের ২০১৩ সালের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এ কারণে যেসব মেডিকেল টেকনোলজিস্টের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ইতোমধ্যে পার হয়েছে তাদের-সহ অন্তত ২০ হাজার বেকার টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে এডহক ভিত্তিতে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়েছে বিপিএসএমটিএ।

বেকার অ্যন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন- বিপিএসএমটিএ’র পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে স্বাস্থ্য অধিদফতরের সামনে অবস্থান ধর্মঘট থেকে এ দাবি জানানো হয়।

বুধবার সকালে স্বাস্থ্য অধিদফতরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা কয়েকশ’ মেডিকেল টেকনোলজিস্ট মহাখালীর স্বাস্থ্য ভবনে সমবেত হয়ে অবস্থান ধর্মঘট পালন করেন। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, ২০০৭ সালের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ দীর্ঘদিনেও বাস্তবায়ন না করায়, সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ও প্রায় দীর্ঘ চার বছরে বাস্তবায়িত হয়নি। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সিদ্ধান্ত স্বাস্থ্য বিভাগ বাস্তবায়নে গড়িমসি করে ১২ বছর পার করে দেয়। এক যুগ নিয়োগ না থাকার ফলে কয়েক হাজার মেডিকেল টেকনোলজিস্টের চাকরিতে প্রবেশের বয়সসীমা পেরিয়ে গেছে। বিশেষ করে ২০১৩ সালের নিয়োগে আবেদন করা মেডিকেল টেকনোলজিস্টদের সিংহভাগের চাকরিতে প্রবেশের বয়সসীমা নাই।

jagonews24

নিয়োগকারী কর্তৃপক্ষের গাফিলতির কারণে বয়সোত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের চাকরিতে প্রবেশের বিষয়টি মানবিক ও বাস্তবতার কারণে বিবেচনাপূর্বক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা কমপক্ষে ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় এডহক ভিত্তিতে নিয়োগের দাবি জানাচ্ছি।

এডহক ভিত্তিতে অধিকহারে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দিলে করোনারোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষায় সৃষ্ট জটিলতা যেমন দূর হবে অপরদিকে সাধারণ রোগীদের পরীক্ষার বিষয়টিও সহজতর হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা থাকলেও দেশে সরকারিপর্যায়ে ৩০ হাজার চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র পাঁচ হাজার মেডিকেল টেকনোলজিস্ট, যেখানে থাকার কথা এক লাখ ৫০ হাজার জন— বলেন বক্তারা।

jagonews24

অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন বিপিএসএমটিএ'র সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মহাসচিব সিরাজুল ইসলাম, কুমার, শাকিল উদ্দিন, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এমইউ/এমএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।