তথ্য ক্যাডারের ৯ কর্মকর্তা করোনায় আক্রান্ত
বিসিএস তথ্য ক্যাডারের ৯ কর্মকর্তা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সুস্থ (করোনা নেগেটিভ) হয়ে গেছেন।
তথ্য ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘তথ্য ক্যাডারের মোট ৯ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যাটা এখানেই থেমে যাক, সবাই সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের মাঝে- এটাই কামনা করছি।’
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক গোলাম কিবরিয়া আরও বলেন, ‘করোনা আক্রান্ত কর্মকর্তারা সবাই করোনা প্রতিরোধে সরকারি কর্মসূচি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে কাজ করে যাচ্ছিলেন।’
সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ ওয়ারেছ হোসেন, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজম, সিনিয়র তথ্য অফিসার মো. ইমরানুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তথ্য অফিসার মো. মাইদুল ইসলাম প্রধান করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্তদের মধ্যে আরও রয়েছেন গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন, মুন্সিগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ সায়েম হোসেন, তথ্য অফিসার কাজী শাম্মীনাজ আলম।
এর মধ্যে আমীরুল আজম, কামরুল ইসলাম ভূঁইয়া ও শাম্মীনাজ আলম সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন।
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের একজন নেতা জানিয়েছেন, ঢাকা বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক আরিফ সাদেক করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা ছাড়াই বাসায় সঙ্গনিরোধে আছেন।
মুন্সিগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন ও গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন সুস্থ হয়ে গেছেন বলে ইনফরমেশন অ্যাসোসিয়েশন থেকে জানা গেছে।
আরএমএম/জেডএ/পিআর