করোনা: সাভারের গারো জনগোষ্ঠীর পাশে ‘স্বপ্ন’
আশুলিয়ার গণকবাড়িসহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৩০০টি গারো পরিবারের বাস। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিভিন্ন শিল্প-কারখানায় কাজ করেন এসব পরিবারের সদস্যরা। অনেকে আবার বিভিন্ন বিউটি পার্লারেও কাজ করেন। তবে করোনাভাইরাসের কারণে এই পরিবারগুলো বিপাকে পড়েছে।
টানা তিন মাসের অচলাবস্থার কারণে চাকরি হারিয়েছেন তাদের অনেকে। হঠাৎ আয়ের পথ বন্ধে বিপাকে পড়েছে পরিবারগুলো। সন্তানদের খাবার কেনার সামর্থ্য হারিয়েছেন অনেকে। ক্ষুধায় কষ্ট করছিল গারো শিশুরা। এ অবস্থায় গারো জনগোষ্ঠীর ৬০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’।
প্রয়োজনীয় খাদ্যের সংস্থান ও চাকরির ব্যবস্থা করছে এই সুপারশপটি। সামাজিক দায়বদ্ধতা পূরণের অংশ হিসেবে গত বুধবার ৬০টি গারো পরিবারকে শিশু খাদ্য ও পুষ্টি চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার দিয়েছে ‘স্বপ্ন’। সেই সঙ্গে করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়া গারো পরিবারের সদস্যদের কর্মসংস্থানের উদ্যোগও নেয়া হচ্ছে। আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড শিশুদের গুঁড়া দুধ স্পন্সর করেছে।
স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, অভুক্ত শিশুদের ছবি দেখে আমাদের পার্টনার প্রতিষ্ঠানদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করলাম। এরপর সবাই মিলে যতটুকু সম্ভব করার চেষ্টা করলাম। সামনেও যতটা সম্ভব করার চেষ্টা থাকবে আমাদের।
এমএসএইচ/এমকেএইচ