করোনায় আক্রান্ত-সুস্থতা দুটোই বাড়ছে আনসারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১২ জুন ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবেও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ন্যায় কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসব করতে গিয়ে শুক্রবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন। তবে আক্রান্তদের সুস্থতার হারও বেশি। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৯ জন, যা সুস্থতার হারে প্রায় ৬৪ শতাংশ।

শুক্রবার (১২ জুন) বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাসসুম রেবিন বলেন, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত সুস্থ হয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন, ব্যাটালিয়ন আনসার ৮৩ জন, সাধারণ আনসার ১৮৮ জন, কর্মচারী দুজন, মহিলা আনসার দুজন, ভিডিপি সদস্য একজন এবং উপজেলা আনসার কোম্পানি কমান্ডার একজন।

তিনি বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের বাস্তবমুখী ও সময় উপযোগী সিদ্ধান্তের কারণে আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। পাশাপাশি তিনি সার্বক্ষণিক করোনা আক্রান্ত সদস্যদের চিকিৎসা কার্যক্রম মনিটরিং করেন। আক্রান্তদের মধ্যে শতভাগ সুস্থ সদস্যরা কর্মস্থলে যোগদান করেছেন।

বাহিনীর মোট আক্রান্ত ৪৩৭ জনের মধ্যে ঢাকায় ৩২৭ জন এবং ঢাকার বাইরে ১১০ জন রয়েছেন। কর্মকর্তাসহ হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৭ জন। করোনা আক্রান্ত হয়ে ৯০ সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেল কোয়ারেন্টাইনে আছেন ৭৯ জন।

ঢাকা মহানগরে দায়িত্ব পালন করতে গিয়ে এ বাহিনীর পাঁচ কর্মকর্তা আক্রান্ত হন। জাতীয় সংসদ ভবনে আইনশৃঙ্খলার দায়িত্ব পালন করতে গিয়ে ৮১ জন ব্যাটালিয়ন আনসার, ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা ও চিকিৎসা সহায়তা করতে গিয়ে ২০৭ সাধারণ আনসার সদস্য আক্রান্ত হন। এছাড়া বাহিনীর সদর দফতরে আক্রান্ত হয়েছেন ১৫ জন।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাহিনীর দুজন সদস্য প্রাণ হারিয়েছেন। গত ১১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাহিনীর আব্দুল মজিদ নামে এক সদস্য মারা গেছেন। আব্দুল মজিদ পিসি অঙ্গীভূত আনসার (আইডি নং-১৩১৮৯), তার বাড়িও বগুড়ায়। মৃত্যুর পূর্বে তিনি গুলশান বিভাগের ভাটারা থানায় কর্মরত ছিলেন।

করোনায় আনসার বাহিনীর দ্বিতীয় শহীদ আব্দুস সোবহান। আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৮ জুন) দুপুরে তিনি বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মারা যাওয়া অঙ্গীভূত আনসার সদস্য আব্দুস সোবাহানের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার উত্তর কালাইহাট গ্রামে। তার পিতার নাম মরহুম মোবারক এবং তার স্মার্টকার্ড নং-৪৬০০৩। মৃত্যুর পূর্বে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।

জেইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।