করোনা কাড়ল মুক্তিযোদ্ধার প্রাণ
করোনাভাইরাস এবার কেড়ে নিলো মো. নুরূল আমিন সুরুজ (৬৮) নামের এক মুক্তিযোদ্ধার প্রাণ। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ১ জুন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ২২ দিন করোনার সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
নুরূল আমিন সুরুজ (৬৮) নামের এই মুক্তিযোদ্ধা ঢাকার মিরপুরের বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের বিসেশ্বরী।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে তার জানাজা সম্পন্ন হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান আকন্দ।
পরে তাকে ঈশ্বরগঞ্জ থানা সংলগ্ন মুক্তিযোদ্ধা গোরস্থানে সমাহিত করা হয়। দাফনকার্যে সহযোগিতা করেন ইসলামিক ফাউন্ডেশনের ৫ সদস্যের একটি
দল।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা হিসেবে তিনি চাকরি শেষে অবসরে ছিলেন।
আব্দুল্লাহ ইকবাল/এমএফ/এমএস