১৫ হাজার মাস্ক-পিপিই, ২০ জনকে অক্সিজেন দিল সার্ক মানবাধিকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৪ জুন ২০২০

করোনা মোকাবিলায় সম্প্রতি দেশের ২৫টি জেলায় চিকিৎসকদের মাঝে ১০ হাজার মাস্ক ও পাঁচ হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিনামূল্যে বিতরণ করেছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি। পাশাপাশি তারা চট্টগ্রামে করোনায় আক্রান্ত ২০ জন রোগীকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে।

রোববার (১৪ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি এ সময় তাদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘আজ ৬০টি ল্যাবে নমুনা সংগ্রহীত এবং পরীক্ষা হয়েছে। নতুন সংযোজিত হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান আইজি হাসপাতাল লিমিটেড ঢাকা। তাতে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৬৯০টি। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০৫টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৬৫টি। গত ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৪১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭ হাজার ৫২০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ১ হাজার ১৭১ জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।’

পিডি/বিএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।