বাংলাদেশ পুলিশকে সহযোগিতার আশ্বাস চীনের করোনা বিশেষজ্ঞদের
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের চিকিৎসকদের প্রতিনিধি দল।
রোববার (১৪ জুন) বিকেলে পুলিশ সদর দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, আইজিপি তাদের সঙ্গে করোনা চিকিৎসা প্রটোকল, গবেষণা ও প্রশিক্ষণ বিষয় নিয়ে আলোচনা করেন। বন্ধুপ্রতিম চীন দেশের চিকিৎসকদের সঙ্গে এ ধরনের সাক্ষাতের আয়োজন করায় বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসকে ধন্যবাদ জানান আইজিপি।
প্রতিনিধি দলের সদস্যরা চীনে করোনাভাইরাসের চিকিৎসার অভিজ্ঞতা তুলে ধরেন। তারা করোনা চিকিৎসায় বাংলাদেশ পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সরঞ্জাম নিয়ে গত ৮ জুন ঢাকায় পৌঁছে চীনের এই মেডিকেল বিশেষজ্ঞ দল।
এর আগে গত ৩ জুন রাতে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় চীন দূতাবাস জানায়, চীনের প্রতিনিধি দলে হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে।
এই সময় তারা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টাইন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কন্টেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন। চীনের এই বিশেষজ্ঞ দলটির ঢাকা সফরের আয়োজন করছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
জেইউ/জেডএ/এমএস