ঢামেকের করোনা ইউনিটে দুইদিনে আরও ৩৮ জনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে (১৪ ও ১৫ জুন) আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জনের শরীরে করোনা পজিটিভ ছিল। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
ঢামেক মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে। গত ১৪ জুন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ২৭ জন ও করোনা পজিটিভ নিয়ে ২ জন মারা গেছে। আজ ১৫ জুন করোনা উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছে। করোনা পজিটিভ নিয়ে ২ জন মারা গেছে এখন পর্যন্ত।
ভাইরাসটিতে মৃত আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ২০৯ জনের। একই সময়ে নতুন করে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।
সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এখন করোনাভাইরাসের ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৩৫ হাজার প্রায়। তবে ৪১ লাখ ৩৪ হাজারের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।
কাজী আল-আমিন/এমআরএম