জুম অ্যাপ ডাউনলোড করে কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৭ জুন ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে ভার্চুয়াল সভা কিংবা নির্দেশনা দিতে কর্মকর্তাদের জুম অ্যাপ ডাউনলোড করে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়াও অধীন দফতরের কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মকর্তাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে সচিব মহোদয় ভার্চুয়াল সভাসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা প্রদান করবেন। এ কারণে প্রত্যেক কর্মকর্তাকে জরুরিভিত্তিতে তার স্মার্টফোন/ট্যাব/ল্যাপটপে জুম অ্যাপ ডাউনলোড/আপডেট করে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয় চিঠিতে।

দীর্ঘ ছুটি শেষে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধিসহ নানা নির্দেশনা মানা-সাপেক্ষে সীমিত পরিসরে চলছে সরকারি অফিস। সরকারি দফতরে ২৫ শতাংশের বেশি কর্মকর্তাকে অফিস না করার নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এভাবে অফিস চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। অফিস চালু-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, জরুরি ও অত্যাবশ্যকীয় ক্ষেত্র ছাড়া সব সভা ভার্চুয়াল উপস্থিতিতে করতে হবে।

আরএমএম/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।