ঢামেকের করোনা ইউনিটে একদিনে ১৪ জনের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:০৭ এএম, ২৩ জুন ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ আজকে একজনও ছিল না। সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ঢামেকে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৮৭ জনের।

২২ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সূত্রে এ তথ্য জানা গেছে। রাত সাড়ে এগারোটা পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এদের মধ্যে সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।


সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ জানান, ২ মে থেকে ২২ জুন পর্যন্ত ঢামেকে মোট ১৮৭ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ৪৪ জন ও পুরুষ ১৪৩ জন।

তিনি আরও জানান, ২ মে থেকে ২২ জুন পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে ৩৩৭০ জন চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৩৪০ জনের করোনা পজিটিভ ছিল।

দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার ৫০২ জন। একই সময়ে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৮০ জনের দেহে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে

এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।