করোনায় আক্রান্ত বিএমএ সভাপতি ডা. জালাল ভালো আছেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ করোনা আক্রান্ত হওয়ার নবম দিন পার করছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী জাগো নিউজকে এ তথ্য জানান ।
সম্প্রতি উপসর্গ দেখা দিলে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।
তিনি প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হলেও পরবর্তীতে তাকে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়।
সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে স্থানান্তরের কারণ জানতে চাইলে বিএমএ মহাসচিব জানান, প্রবীণ এই চিকিৎসক নেতা হৃদরোগ, ডায়াবেটিস, অ্যাজমাসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। তিনি ল্যাবএইড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সোহরাব উজ্জামানের রোগী। মূলত এ কারণেই তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর হয়ে ল্যাবএইড হাসপাতালে আসেন বলে জানান ডা. ইহতেশামুল হক চৌধুরী।
এমইউ/এমএফ/পিআর