পাইকারি বাজারে পরোয়া নেই করোনার
রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী ও নিউমার্কেটে প্রতিদিন খুব ভোরে মাছ, শাকসবজি ও ফল-ফলাদির জমজমাট পাইকারি বাজার বসে। দেশের বিভিন্ন জেলা থেকে ছোটবড় ট্রাক ও পিকআপ ভ্যানে করে ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের মাছ, শাকসবজি ও ফলমূলসহ বিভিন্ন পণ্য বিক্রি করতে এসব পাইকারি বাজারে নিয়ে আসেন। পণ্য বেচাকেনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে। নগরীর বিভিন্ন এলাকার মানুষ অপেক্ষাকৃত কম দামে পণ্যদ্রব্য কিনতেও এখানে আসেন।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদফতর থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি (মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিধান করে চলাফেরা করা, শারীরিক দূরত্ব বজায় রাখা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা ইত্যাদি) মেনে চলার জন্য বারবার বলা হলেও এসব বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই নেই।
সরেজমিন মাছের বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে মাছের ডাক তুলে বিক্রির সময় অধিকাংশ বিক্রেতার মুখে মাস্ক নেই। যারা ট্রাক থেকে মাছ নামাচ্ছেন, দৌড়ঝাঁপ করে ঝুড়িতে রাখছেন, ডাক শেষে বিক্রয় করা মাছ পরিমাপ করছেন, তাদের অধিকাংশই গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে কথাবার্তা বলছেন, সিগারেট খাচ্ছেন এবং হাঁচি-কাশি দিচ্ছেন।
কারো কারো মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে নামানো। ক্রেতাদের অধিকাংশের মুখে মাস্ক থাকলেও সঠিকভাবে পরা হয়নি।
শতশত মানুষের উপস্থিতিতে শারীরিক দূরত্ব মেনে চলার এক্কেবারেই বালাই নেই। এই অবস্থা দেখে কেউ বলবে না দেশে করোনাভাইরাসের সংক্রমণে প্রতিদিন সাড়ে তিন থেকে চার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। গড়ে ৩০ থেকে ৪০ জনের মৃত্যু হচ্ছে।
একই অবস্থা বিরাজ করছে শাকসবজি ও ফলের আড়তে। বর্তমানে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক সরবরাহ থাকায় প্রতিদিনই পাইকারি আড়তগুলোতে অসংখ্য মানুষের সমাগম ঘটছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস করতে গেলে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কিছুদিন আগেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেলেও বর্তমানে বিভিন্ন পাইকারি পণ্যের আড়তে তাদের তৎপরতা একেবারেই নেই। ফলের পাইকারি বাজারগুলো করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে।
রাজধানীর নিউমার্কেটের পাইকারি মাছ বিক্রেতা আবুল হোসেন জানান, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তারা অবহিত থাকলেও মাছের বাজারে বেচাকেনার সময় মুখে মাস্ক পরে বেচাকেনা করতে সমস্যা হয়।
রাজধানীর শাহজাহান পুরের বাসিন্দা আনোয়ার হোসেন গতকাল ভোরে কারওয়ান বাজারে সবজি কিনতে যান। তিনি জাগো নিউজকে বলেন, বাজারে গিয়ে হাজার হাজার মানুষের উপস্থিতি, মুখে মাস্ক না পরা ও শারীরিক দূরত্ব বজায় না রেখে কেনাবেচার দৃশ্য দেখে অবাক হয়েছি। একদিন বাজারে গিয়েই করোনা-সংক্রমণ ভীতি কাজ করছে তার মধ্যে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে পাইকারি বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন আনোয়ার হোসেন।
এমইউ/এসআর/এমএস