চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে চমেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:৪০ এএম, ২৭ জুন ২০২০

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

জ্বর, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. আফতাবুল ইসলাম।

ডা. আফতাবুল বলেন, তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে ভর্তি রয়েছেন। এখন অনেকটা সুস্থ রয়েছেন। চিকিৎসরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছেন।

আবু আজাদ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।