করোনায় মৃত ব্যক্তির প্রতি অমানবিক হবেন না : স্বাস্থ্য অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ২৮ জুন ২০২০

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের প্রতি অমানবিক না হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। পাশাপাশি যারা করোনায় মৃত ব্যক্তির সৎকার করছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে অধিদফতর।

রোববার (২৮ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘জনসাধারণের প্রতি বিশেষ অনুরোধ, যারা করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তাদের প্রতি অমানবিক হবেন না। প্রত্যেকটি মরদেহের প্রতিই আমাদের সম্মান জানানো উচিত। সঠিকভাবে তাদের দাফন বা সৎকার করা দরকার। সেজন্য একজন মানুষ মারা গেলে যথাযথভাবে যাতে সৎকার হয়, সে ব্যাপারে সবাইকে সাহায্য করার জন্য আহ্বান জানাচ্ছি।’

নাসিমা সুলতানা বলেন, ‘কৃতজ্ঞতা জানাই সেসব ব্যক্তিদের, যারা করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন বা সৎকারে অংশগ্রহণ করছেন। তাদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।’ এছাড়া করোনা মোকাবিলায় কাজ করা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

পিডি/এমএফ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।