বিএসএমএমইউতে ৩৪০ শয্যার করোনা ইউনিট চালু শনিবার
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৩৪০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট আগামী শনিবার থেকে চালু হচ্ছে।
এর মধ্যে বিএসএমএমইউর কেবিন ব্লকে ২২০ শয্যা এবং শাহবাগের বেতার ভবনে আরও ১২০টি শয্যা থাকবে। বিএসএমএমইউর এই করোনা ইউনিটে চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য শয্যা বরাদ্দ থাকবে।
সোমবার (২৯ জুন) বিএসএমএমইউ-এর মিল্টন অডিটোরিয়ামে আগামী ২০২০-২১ অর্থবছরের ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার স্বার্থে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনসহ আইসিইউ সুযোগ-সুবিধা বৃদ্ধি করার লক্ষ্যে করোনা ইউনিট চালু হতে দেরি হচ্ছে। তড়িঘড়ি করে ইউনিট চালু করার পর রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত না করা গেলে তাড়াহুড়ো করে ইউনিট চালুর কোনো যৌক্তিকতা নেই। তবে আগামী শনিবার করোনা ইউনিট চালুর বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২৯ জুন পর্যন্ত রাজধানীসহ সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ৪১ হাজার ৮০১ জনে দাঁড়িয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট এক হাজার ৭৮৩ জন।
এমইউ/এফআর/এমএস