আরও শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ০২ জুলাই ২০২০

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪৫ জন চিকিৎসক, ২১ জন নার্স ও ৩৬ জন অন্যান্য স্বাস্থ্যসেবাকর্মী। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত মোট চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৯০৩ জনে।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে এসব তথ্য জানা গেছে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুজন সিনিয়র অধ্যাপক পদমর্যাদার চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- আল-রাজী হাসপাতালের সাবেক পরিচালক চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. মোহাম্মদ রুহুল আমিন এবং হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এ ওয়াহাব। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

বিএমএ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনা আক্রান্ত ৪ হাজার ৯০৩ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে ১ হাজার ৬৫৮ জন চিকিৎসক, ১ হাজার ৩৪১ জন নার্স এবং ১ হাজার ৯০৪ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।

মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন রাজধানী ঢাকায়। রাজধানীতে ৬৬৫ জন চিকিৎসক, ৬২৪ জন নার্স ও ৪২০ অন্যান্য স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এদিকে দেশে করোনার সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ১৯ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৯২৬ জনের।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।