কাঠবিড়ালির নিরাপদ চারণভূমি সোহরাওয়ার্দী উদ্যান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৩ জুলাই ২০২০

গাছের ডালে বসে একটি কাঠবিড়ালি একনাগাড়ে ডেকে চলেছে। লেজ নাড়িয়ে এদিক-সেদিক তাকিয়ে ডাকছে সে। তার দিকে তাকিয়ে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকলেন কয়েকজন প্রাতঃভ্রমণকারী।

বেশ কিছুক্ষণ পর নিচে নেমে সবুজ ঘাসের উপর দিয়ে এক দৌড়ে আরেক গাছে উঠে গেল ওই কাঠবিড়ালি। এবার তার সঙ্গে আরও দুটি কাঠবিড়ালি যোগ দিল। এরপর তিন কাঠবিড়ালি মিলে একবার ঘাসের উপর আরেকবার গাছের ডালে দৌড়ঝাঁপ করতে লাগল।

Uddan

শুক্রবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশের ফাঁকা মাঠের পাশে এ দৃশ্য চোখে পড়ে। ইট-পাথরের যান্ত্রিক নগরী রাজধানী ঢাকায় সাধারণত এমন দৃশ্য চোখে পড়ে না। তবে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ভীতিতে গত তিন মাস ধরে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের অবাধ চলাচল না থাকায় সবুজ গাছপালাবেষ্টিত উদ্যানের বিভিন্ন স্থান কাঠবিড়ালিদের নিরাপদ চারণভূমিতে পরিণত হয়েছে।

Uddan

সরেজমিন দেখা গেছে, উদ্যানের বিভিন্ন স্থানে কাঠবিড়ালিরা অবাধে ছুটোছুটি করছে। কখনও একা আবার কখনও দল বেঁধে ঘুরে বেড়ায় তারা। ঘুরে ঘুরে মাটিতে মুখ লুকিয়ে খাবার খুঁজে বের করে খায়। বিশেষ করে খুব সকালে অসংখ্য কাঠবিড়ালি ছুটোছুটি করতে দেখা যায়।

Uddan

দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে গত তিন মাস ধরে উদ্যানে অবাধ প্রবেশাধিকার বন্ধ রয়েছে। মানুষের চলাচল কম থাকায় গাছের সবুজ পাতায় ছেয়ে গেছে গোটা উদ্যান। গাছে গাছে ফুটেছে ফুল। বর্তমানে নির্জন নীরব উদ্যানে কাঠবিড়ালিসহ বিভিন্ন পাখি গাছের ডালে বসে থাকে।

এমইউ/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।