বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন লাইনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৬ জুলাই ২০২০

বৈশ্বিক করোনা মহামারিতে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন দিয়েছেন ডা. হারুন-হাসান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হিফস্ পরিবার।

রোববার (৫ জুলাই) ভিডিও কনফারেন্সে এটির উদ্বোধন করেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বেয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ফারহান কাদেরী, বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, ডা. হারুন-হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ছৈয়দ মো. শোয়াইব হাছান, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি হাজি নাছের আলী প্রমুখ।

ডা. হারুন- হাছান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে বক্তব্যে হিফস্ পরিবারের প্রধান নির্বাহী ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান বলেন, তাদের পরিবার বংশপরম্পরায় অত্র অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রেখে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বোয়ালখালীর স্বাস্থ্যসেবার উন্নয়নে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩টি বেডে নিরবচ্ছিন্ন অক্সিজেন সংযোগের ব্যবস্থা করে দিচ্ছে। উল্লেখ্য যে, এই প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কোভিডের প্রথম দিন থেকে ত্রাণসহ স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেয়।

ডা. হারুন শুধু একজন প্রথিতযশা চক্ষু চিকিৎসকই ছিলেন না তিনি এই অঞ্চলের উন্নয়নেও ভূমিকা রাখেন। তিনি সর্বপ্রথম চিকিৎসক যিনি ১৯৯৮ সালের বন্যায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বন্যার্থদের জন্য ত্রাণের অর্থ তুলে দেন। হাছান যিনি একজন সমাজকর্মী। তিনি ১৯৬৬ সালে স্যার আশুতোষ কলেজের নির্বাচিত জি এস হয়ে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দঅঞ্চলের উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং তিনি এই উদ্যোগের জন্য হিফস্ পরিবারকে স্বাগত জানানোর সাথে সাথে সমাজের বিত্তশীলদের এমন মহতিকাজে এগিয়ে আসার আহ্বান জানান। উল্লেখ্য, তিনি নিজে কোভিড-১৯ আক্রান্ত হয়েও প্রধানমন্ত্রীর নির্দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল দে, আব্দুল মান্নান মোনাফ, শফিউল আজম শেফু, এস এম জসিম, হামিদুল হক মন্নান, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেল প্রমুখ।

সভায় এমপি মোছলেম উদ্দিন আহমদের উদ্যোগে করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের সৎকারে সহযোগিতাকারী উপজেলা গাউছিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিমকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেয়া হয়।

এসআই/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।