করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৫ হাজার ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৭ জুলাই ২০২০

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৮ জন চিকিৎসকসহ মোট ১৩৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৮ জন চিকিৎসক, ৫০ জন নার্স ও ১৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত মোট স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৩৩ জনে। আর এতে মৃত্যু হয়েছে মোট ৬২ জনের।

মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ১ হাজার ৮৪৬ জন চিকিৎসক, ১ হাজার ৪৪৯ জন নার্স ও ২ হাজার ৩৮ জন অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন। মোট আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন রাজধানী ঢাকায়। রাজধানীতে ৭২৪ জন চিকিৎসক, ৬৭১ জন নার্স ও ৪২৪ জন অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে দেশে আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ১৫১ জনে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ২৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।

করোনাভাইরাস বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমইউ/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।