কারোনাকালের আগের আবহ ঢাকার সড়কে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৮ পিএম, ১৩ জুলাই ২০২০

করোনা সংক্রমণ, মৃত্যু এখনও আশানুরূপ না কমলেও গত দুই-তিন মাসের তুলনায় সম্প্রতি দেশে করোনা ভীতি কিছুটা কমেছে। এর সত্যটা কিছুটা হলেও পাওয়া যায় রাস্তায় বের হলে। যানবাহন চলছে হরদম। তাতে করে মানুষ ছুটে চলছে এস্থান থেকে ওস্থান। ফুটপাত, দোকানপাটেও মানুষ কম না। স্বাভাবিকভাবে রাস্তায় বেড়েছে যানবাহনের সংখ্যাও।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে কারওয়ান বাজারে দেখা যায়, বাজারের মোড় থেকে ফার্মগেটের কাছাকাছি ডেইলি স্টার ভবন পর্যন্ত যানজট। কারওয়ান বাজার মোড়ের সিগন্যালের কারণে দীর্ঘক্ষণ যানবাহন নড়াচড়ার খবর নেই।

স্বাভাবিক সময়ে এই চিত্র নিত্যনৈমত্তিক হলেও করোনা সংক্রমণের পর এই চিত্রের দেখা মিলছিল না। তবে এখন নতুন করে দেখা দিতে শুরু করেছে আগের চিত্র। মোড়ে মোড়ে দীর্ঘক্ষণ থমকে থাকছে বাস।

dhaka

যানবাহনের দীর্ঘ সারি থাকলেও বাসগুলোতে যাত্রী পরিবহন বিধি মেনেই চলছে। দুজনের সিটে একজন করে বসছেন। দাঁড় করিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না। তবে বাসে হ্যান্ড সেনিটাইজারের কোনো ব্যবস্থা নেই।

সোমবার দীর্ঘক্ষণ কারওয়ান বাজার মোড়ের ট্রাফিক ছাড়ার পর অল্প এগোতেই পড়তে হয় বাংলা মোটরের ট্রাফিকে। সেখানেও সিগন্যাল ছাড়ার অপেক্ষা। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে আবার সিগন্যাল। অল্প বিরতিতে আবার ছেড়ে যাওয়া।

এসবে চরম স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও করোনার ভীতি কাটিয়ে এভাবেই অল্প অল্প করে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অর্থনীতির চাকা।

পিডি/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।