করোনা হাসপাতালের ৭৩ শতাংশ শয্যা খালি
রাজধানীসহ সারাদেশে করোনা হাসপাতালে সর্বমোট শয্যা সংখ্যা রয়েছে ১৪ হাজার ৬৬৪টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৪ হাজার ১৬৭ জন। আর শয্যা খালি রয়েছে ১০ হাজার ৪৯৭টি। রাজধানীসহ সারাদেশে আইসিইউ শয্যা ৩৭৪টি। এর মধ্যে বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১৮৬ জন এবং খালি রয়েছে ১৮৮টি। সাধারণ ও আইসিইউ মিলিয়ে শয্যা খালি রয়েছে ১০ হাজার ৬৮৫টি অর্থাৎ হাসপাতালের মোট শয্যার ৭৩ শতাংশ বেডই খালি রয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
হেলথ বুলেটিনে তিনি বলেন, রাজধানী ঢাকায় সাধারণ শয্যা সংখ্যা ৬ হাজার ৩০৫টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ২ হাজার ৫১ জন। আর শয্যা খালি রয়েছে ৪ হাজার ২৫৪টি। ঢাকায় আইসিইউ শয্যা সংখ্যা ১৪২টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৮৭ জন এবং আইসিইউ বেড খালি রয়েছে ৫৫টি।
চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যা ৬৫৭টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৩১১ জন। শয্যা খালি রয়েছে ৩৪৬টি। আইসিইউ শয্যা সংখ্যা ৩৯টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১৯ জন এবং আইসিইউ বেড খালি রয়েছে ২০টি।
সারাদেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যা সংখ্যা রয়েছে ৭ হাজার ৭০২টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১ হাজার ৮০৫ জন। শয্যা খালি রয়েছে ৫ হাজার ৮৯৭টি। এসব হাসপাতালে আইসিইউ শয্যা সংখ্যা ১৯৩টি। বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ৮০ জন এবং আইসিইউ বেড খালি রয়েছে ১১৩টি।
সারাদেশে সর্বমোট শয্যা সংখ্যা রয়েছে ১৪ হাজার ৬৬৪টি। রোগী ভর্তি রয়েছেন ৪ হাজার ১৬৭ জন। বর্তমানে শয্যা খালি রয়েছে ১০ হাজার ৪৯৭টি। রাজধানীসহ সারাদেশে আইসিইউ শয্যা ৩৭৪টি, বর্তমানে রোগী ভর্তি রয়েছেন ১৮৬ জন এবং খালি রয়েছে ১৮৮টি।
এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৩৯১ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৯৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে।
করোনাভাইরাস বিষয়ে সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এমইউ/এমএফ/এমকেএইচ