২৪ ঘণ্টায় কোন বিভাগে কত করোনা রোগী সুস্থ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ১৫ জুলাই ২০২০

দেশের ৮ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১ হাজার ৭৯৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ১ লাখ ৫ হাজার ২৩ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ২৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের ৮ বিভাগের মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৮৭ জন, চট্টগ্রাম বিভাগের ২৮০ জন, রংপুর বিভাগে ১১২ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, বরিশাল বিভাগে ১১২ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৪ জন ও ময়মনসিংহ বিভাগের ৩৩ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৩০৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ লাখ ৮০ হাজার ৪০২টি। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৫৩৩ জন। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।

এদিকে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫৭ জনে। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯৪০ জন ও নারী ৫১৭ জন। করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ২২৪ জন, চট্টগ্রাম বিভাগে ৬৩৩ জন, রাজশাহী বিভাগে ১২৭ জন, খুলনা বিভাগে ১৩৮ জন, সিলেট বিভাগে ১১০ জন, বরিশাল বিভাগে ৮৯ জন, রংপুর বিভাগে ৮০ জন ও ময়মনসিংহ বিভাগে ৫৬ জনের মৃত্য হয়েছে।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।