করোনা হাসপাতালের ৭১ শতাংশ শয্যাই খালি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৫ জুলাই ২০২০

রাজধানী ঢাকাসহ সারাদেশের সরকারি-বেসরকারি করোনা হাসপাতালের সাধারণ ও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যার ৭১ শতাংশই খালি পড়ে আছে। মাত্র ২৯ শতাংশ শয্যায় করোনা রোগী ভর্তি রয়েছেন।

বুধবার (১৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বুলেটিন থেকে জানা যায়, সারাদেশে মোট সাধারণ শয্যা ১৪ হাজার ৬৬৪ এবং আইসিইউ শয্যা ৩৭৪টি। বর্তমানে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন চার হাজার ১৩৬ এবং আইসিইউতে ২০৫ জন। সাধারণ শয্যা খালি রয়েছে ১০ হাজার ৫২৮ এবং আইসিইউ খালি ১৬৯টি। সাধারণ ও আইসিইউ মিলে শতকরা হিসাবে শয্যা খালি ৭১ শতাংশ।

বুলেটিন থেকে আরও জানা যায়, রাজধানী ঢাকায় সাধারণ শয্যা সংখ্যা ছয় হাজার ৩০৫ এবং আইসিইউ ১৪২টি। বর্তমানে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন দুই হাজার ২৭ এবং আইসিইউতে ১০৯ জন। সাধারণ শয্যা খালি চার হাজার ২৭৮ এবং আইসিইউ খালি ৩৩টি।

চট্টগ্রাম মহানগরীতে ৬৫৭টি সাধারণ শয্যার মধ্যে রোগী ভর্তি রয়েছেন ৩০৭ জন অর্থাৎ শয্যা খালি ৩৫০টি। আইসিইউতে ৩৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ২০ জন। শয্যা খালি ১৯টি।

ঢাকার বাইরে অন্যান্য হাসপাতালের সাধারণ শয্যা সংখ্যা সাত হাজার ৭০২টি। এসব হাসপাতালে রোগী ভর্তি এক হাজার ৮০২ জন। শয্যা খালি রয়েছে পাঁচ হাজার ৯০০টি। ঢাকার বাইরে আইসিইউ সংখ্যা ১৯৩টি, এগুলোতে রোগী ভর্তি রয়েছেন ৭৬ জন। খালি শয্যা সংখ্যা ১১৭টি।

এদিকে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৪৫৭ জনে।

একই সময় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৩ হাজার ৫৯০ জনে।

করোনাভাইরাস বিষয়ে বুধবার (১৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।