দেশে করোনায় পুরুষের মৃত্যু নারীর তিনগুণের বেশি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৭ জুলাই ২০২০

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। আজ শুক্রবার (১৭ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৭ জনে। এদের মধ্যে পুরুষ ২০১১ জন এবং নারী ৫৩৬ জন। শতাংশের হিসেবে পুরুষ ৭৮ দশমিক ৯৬ শতাংশ এবং ২১ দশমিক ০৪ শতাংশ নারীর মৃত্যু হয়েছে।

করোনায় মোট মৃত ২ হাজার ৪৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ২৫৫ জন বা ৪৯ দশমিক ২৮ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৬৫৫ জন বা ২৫ দশমিক ৭২ শতাংশ, রাজশাহী বিভাগে ১৩১ জন বা ৫ দশমিক ১৪ শতাংশ, খুলনা বিভাগে ১৫০ জন বা ৫ দশমিক ৮৯ শতাংশ, সিলেট বিভাগে ১১৬ জন বা ৪ দশমিক ৫৫ শতাংশ, বরিশাল বিভাগে ৯৭ জন বা ৩ দশমিক ৮১ শতাংশ, রংপুর বিভাগে ৮৭ জন বা ৩ দশমিক ৪২ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৫৬ জন বা ২ দশমিক ২০ শতাংশ।

দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। এর মধ্যে পুরুষ ৪০ জন ও নারী ১১ জন। ফলে করোনায় মোট মারা গেলেন দুই হাজার ৫৪৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৪ জনের দেহে মিলেছে এ ভাইরাস। ফলে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯৯ হাজার ৩৫৭ জনে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এমইউ/এমএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।