করোনায় মৃতদের ৭৪ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত মোট ২ হাজার ৭৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৪ শতাংশ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। বুধবার (২২ জুলাই) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১ জনে। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ১৬৮জন (৭৮.৮১ শতাংশ) ও নারী ৫৬৪ জন (২১.১৯ শতাংশ)।
করোনায় মোট মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৩৪১ জন (৪৮ দশমিক ৭৫ শতাংশ), চট্টগ্রাম বিভাগে ৬৯৬ জন (২৫ দশমিক ৩০ শতাংশ), রাজশাহী বিভাগে ১৫২ জন (৫ দশমিক ৫৩ শতাংশ), খুলনা বিভাগে ১৮১ জন (৬ দশমিক ৫৮ শতাংশ), সিলেট বিভাগে ১২৮ জন (৪ দশমিক ৬৫ শতাংশ), বরিশাল বিভাগে ১০২ জন (৩ দশমিক ৭১ শতাংশ), রংপুর বিভাগে ৯৩ জন (৩ দশমিক ৩৮ শতাংশ) এবং ময়মনসিংহ বিভাগে ৫৮ জন (২ দশমিক ১১ শতাংশ)।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৪২ জন মারা গেছেন। এর মধ্যে ২১ জন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ৩ জন সিলেট বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের।
এমইউ/এমএসএইচ/এমএস