কোভিড-১৯ এর জন্য এনসিডি অ্যালায়েন্সের সংহতি তহবিল প্রদান
এনসিডি অ্যালায়েন্স গত ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, বিশ্বের মোট ২০টি সিভিল সোসাইটি সংগঠনকে তারা আর্থিক সহায়তা প্রদান করবে যারা অসংক্রামক ব্যাধি (এনসিডি) এবং কোভিড -১৯ নিয়ে বিভিন্ন দেশে কাজ করছে।
বিভিন্ন দেশের জাতীয় ও আঞ্চলিক সংগঠন মিলিয়ে সর্বমোট ৪৪টি প্রস্তাবনা পেয়েছিল এনসিডি অ্যালায়েন্স। তাদের মধ্যে ২০টি সংগঠনকে সংহতি তহবিল দেয়ার জন্য পর্যবেক্ষণ কমিটি নির্বাচিত করে। বাংলাদেশ থেকে ‘নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম (এনসিডিএফ)’, এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর নেতৃত্বে এই সংহতি তহবিলের জন্য নির্বাচিত হয়েছে।
নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম আগামী ছয় মাস কোভিড-১৯ চিকিৎসা, গবেষণা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অসংক্রামক রোগকে (ডায়াবেটিক, ক্যান্সার, হাইপার টেনশন, মেন্টাল হেলথ ও সিওপিডি) অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
এমএআর/এমএস