স্ত্রীসহ করোনায় আক্রান্ত অধ্যাপক আনু মুহাম্মদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০২ আগস্ট ২০২০

অডিও শুনুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ এবং তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এখন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (২ আগস্ট) আনু মুহাম্মদ নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব বলেন, নমুনা পরীক্ষায় গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর আজ (রোববার) তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি আরও বলেন, গত ২৮ জুলাই তার স্ত্রী শিল্পীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখান থেকে তাকে মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এইচএস/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।