ঈদ : চট্টগ্রামে তিন মাসে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৪ আগস্ট ২০২০

চট্টগ্রামে তিন মাসের মধ্যে সবচেয়ে কম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত দুইদিন। এই ৪৮ ঘণ্টায় চট্টগ্রামের সাতটি পিসিআর ল্যাবের দুটিতে নমুনা পরীক্ষা হয়েছে মাত্র ২৪৩টি।

সোমবার (৩ আগস্ট) চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ জানায়, দুটি ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর আগে রোববার (২ আগস্ট) শনাক্ত হয় মাত্র ৯ জন রোগী।

রোগী শনাক্তের এ সংখ্যা দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে- চট্টগ্রামে করোনা আক্রান্তের হার কমে গেল নাকি? মূলত নমুনা পরীক্ষার হার ঈদের ছুটির এই সময়ে ব্যাপকভাবে কমে গেছে। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোটে ১৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, ঈদের ছুটিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। নমুনা সংগ্রহ কমে যাওয়ায় বাকি ল্যাবগুলোতে পরীক্ষা হচ্ছে না। ছুটি শেষে মানুষ নগরে ফিরতে শুরু করলেই এ হার বাড়বে।

আবু আজাদ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।