গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থ ঢাকা বিভাগে, সর্বনিম্ন ময়মনসিংহে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:২৭ পিএম, ০৮ আগস্ট ২০২০

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন করোনা রোগী। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ৪২৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, রংপুরে ৬৭ জন, খুলনায় ২৭৮ জন, বরিশালে ২৬ জন, রাজশাহীতে ১২৯ জন, সি‌লেটে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন সুস্থ হয়েছেন।

অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সুস্থ হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম সুস্থ হয়েছে ময়মনসিংহ বিভাগে।

উল্লেখ্য, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ৪৯ হাজার ৫৬০টি।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬১১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৫৫ হাজার ১১৩ জনে।

এমইউ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।