২৪ ঘণ্টায় কোন বিভাগে কত রোগী সুস্থ
দেশের ৮ বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ১ হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮৯ জন। রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৪৪ শতাংশ।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এতে বলা হয়, ঢাকা বিভাগে ৪৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮, রংপুর বিভাগে ৪২, খুলনা বিভাগে ১৬০, বরিশাল বিভাগে ৩২, রাজশাহী বিভাগে ২৫৭, সিলেট বিভাগে ৪৯ এবং ময়মনসিংহ বিভাগের ১১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৫১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে করোনায় আক্রান্ত আরও ২ হাজার ৯৯৫ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬৬ হাজার ৪৯৮ জনে। এছাড়া মোট ১৩ লাখ ২ হাজার ৭৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ জনে।
এমইউ/এমএসএইচ/এমকেএইচ