করোনায় কোন বিভাগে কত মৃত্যু
রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৫৭ জনে। করোনায় মোট মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮১৩ জন ও নারী ৭৪৪ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৪ জনের মধ্যে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুসারে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম ৬ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৭ জন, বরিশালে ৩ জন, সিলেটে চারজন ও রংপুর বিভাগে দুজন রয়েছেন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। এ পর্যন্ত করোনায় মোট মৃত ৩ হাজার ৫৫৭ জনের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়। মৃত্যুর দ্বিতীয় শীর্ষ তালিকায় রয়েছে চট্টগ্রাম বিভাগে ৮২৫ জন। এছাড়া রাজশাহী বিভাগে ২২৯ জন, খুলনা বিভাগে ২৭৮ জন, বরিশাল বিভাগে ১৩৮ জন, সিলেট বিভাগে ১৬৬ জন রংপুর বিভাগে ১৪৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৭৮ জন রয়েছেন।
এমইউ/এমএসএইচ/জেআইএম