করোনায় মৃত্যুহীন দিন খুলনা-ময়মনসিংহে
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৪ পুরুষ ও ১০ মহিলা। এ নিয়ে করোনায় মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল তিন হাজার ৯৪১ জনে।
২৪ ঘন্টায় মৃত ৩৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার, বরিশালে এক, সিলেটে চার ও রংপুর বিভাগে দুইজন রয়েছেন। একই সময়ে খুলনা ও ময়মনসিংহ বিভাগে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে এ পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৮৯৯, চট্টগ্রামে ৮৭৩, রাজশাহীতে ২৬৭, খুলনায় ৩১৬, বরিশালে ১৫৪, সিলেটে ১৮৪, রংপুরে ১৬৫ এবং ময়মনসিংহ বিভাগে ৮৩ জন রয়েছেন।
শতাংশের হিসেবে ঢাকা বিভাগে ৪৮ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ২২ দশমিক ১৫ শতাংশ, রাজশাহী বিভাগে ৬ দশমিক ৭৭ শতাংশ, খুলনা বিভাগে ৮ দশমিক ০২ শতাংশ, বরিশাল বিভাগে ৩ দশমিক ৯১ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৬৭ শতাংশ, রংপুর বিভাগে ৪ দশমিক ১৯ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ১১ শতাংশ করোনা রোগী মারা গেছেন।
এমইউ/এএইচ/এমকেএইচ