চট্টগ্রাম বন্দরের ২ একর জায়গা উদ্ধার

চট্টগ্রাম নগরের নিউমুরিং এলাকায় টানা দুদিনের অভিযানে বন্দর কর্তৃপক্ষের ২ একর জায়গা উদ্ধার করা হয়েছে।
সোম ও মঙ্গলবার (২ ও ৩ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বন্দরের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। গত দুদিনে প্রায় ৩০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আবু আজাদ/এফআর/এমকেএইচ