চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের রক্তদান কর্মসূচি

চীন-বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ককে স্মরণীয় রাখতে দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করেছে চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেড (সিবিএফসিএল)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে তারা এই কর্মসূচির আয়োজন করে।
রক্তদান কর্মসূচির আগে সংক্ষিপ্ত সভায় সংগঠনটির উপ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি চীনা নাগরিক গুয় পেই লিন পিটার। এ সময় অন্যদের মধ্যে সিবিএফসিএলের হান্নান খান, আবুল খায়ের চৌধুরী, এমএনএইচ মুনিম ও সেলিম আহমেদসহ অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম বলেন, ‘চীন ও বাংলাদেশে অবস্থানরত কমিউনিটির সার্বিক উন্নয়নে আমরা কাজ করি। বিশেষভাবে চীন-বাংলাদেশের যেকোনো সংকটে আমরা সহযোগিতা করে থাকি। শিক্ষার্থী থেকে সব শ্রেণী-পেশার মানুষ আমাদের সংগঠনে রয়েছে। করোনার সময় আমরা যৌথভাবে মাস্ক বিতরণসহ সচেতনতা বৃদ্ধিতে কাজ করেছি। আমাদের মানবিক কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।’
এদিন সংগঠনটির প্রায় ৫০ জন বর্তমান ও সাবেক সদস্য রক্তদান করেন। সংগৃহীত রক্ত কোয়ান্টাম ফাউন্ডেশনকে দান করে দেয়া হয়।
এওয়াই/এআরএ/জেআইএম