মশা মারার জ্বালানি বিক্রির দায়ে চাকরি হারালেন সুপারভাইজার

মশকনিধন কাজে ব্যবহৃত জ্বালানি বিক্রির দায়ে এবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অঞ্চল-২ এর ৩ নম্বর ওয়ার্ডের মশক সুপারভাইজার রফিকুল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে চাকরিচ্যুত করা হয়।
কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশ উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মশক সুপারভাইজার হিসেবে কর্মরত মো. রফিকুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকা মশকনিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে দৈনিক মজুরি ভিত্তিতে দক্ষ শ্রমিক হিসেবে গত ১৩ এপ্রিলে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।
এমএমএ/এফআর/এমকেএইচ