চোখের চিকিৎসা সরঞ্জাম আমদানিতে কেন্দ্রীয় ব্যাংকের ছাড়

চোখের চিকিৎসা সরঞ্জাম আমদানিতে বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ইন্ট্রাওকুলার লেন্সসহ চক্ষু চিকিৎসা সরঞ্জাম আমদানিতে ১৮০ দিন সময় দেওয়া হবে। এর আগে যার মেয়াদ ছিল ৯০ দিন।
বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
বাংলাদেশে কার্যরত সব অথরাইজড ডিলারদের কাছে পাঠানো ওই সার্কুলারে বলা হয়, বিশেষ বিবেচনায় চোখের চিকিৎসা সরঞ্জাম আমদানির সময় বৃদ্ধি করা হয়েছে। ফলে বাকিতে এসব পণ্য আমদানিতে অতিরিক্ত ৯০ দিন সময় পাবেন আমদানিকারকরা।
এর আগে ২০১৮ সালের ৮ মে বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতরের ডিজির অনুমোদন সাপেক্ষে জীবন রক্ষাকারী ওষুধ, ইন্ট্রাওকুলার লেন্স ও চক্ষু চিকিৎসা সরঞ্জাম আমদানিতে ৯০ দিন সময় দেওয়া হবে। তবে নতুন নির্দেশনা অনুযায়ী সময়সীমা বৃদ্ধি করে ১৮০ দিনে উন্নীত করা হয়েছে।
ইএআর/এমআরআর/এমকেএইচ