ভোটার দিবস উদযাপনে আলোকসজ্জায় ৬০ হাজার খরচ করবে ইসি

তৃতীয়বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস-২০২১ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আলোকসজ্জা, সাজসজ্জা ও এ সংক্রান্ত কাজ করা হবে। এজন্য খরচ করা হবে ৬০ হাজার টাকা। এই কাজগুলো করার জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়োগ দিতে ওয়েবসাইটে দরপত্র আহ্বান করেছে ইসি।
ইসি সূত্র জানায়, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে তিনটি লটে সেবা কেনা বা বিভিন্ন সামগ্রী সংগ্রহের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম নিয়োগ দিতে দরপত্র আহ্বান করা হয়েছে। বাকি দুটি লটের মধ্যে রয়েছে ১০ হাজার টাকা মূল্যের নির্বাচন পদক (স্বর্ণ পদক) এবং ১৫ হাজার টাকা মূল্যের স্মরণিকা প্রিন্ট।
দরপত্র সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন ১৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই তিনটি লটের দরপত্র বিক্রি করবে। ১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় দরপত্র উন্মুক্ত করা হবে।
পিডি/ইএ/জিকেএস