ধোলাইখাল থেকে সরল ট্র্যাক, নির্মাণ করা হবে এসটিএস

পুরান ঢাকার ধোলাইখাল ট্র্যাকস্ট্যান্ডের একটি অংশে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মুনিরুজ্জামান।
বুধবার (১৩ ডিসেম্বর) সেখানে অভিযান চালায় ডিএসসিসি। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান পরিচালনার সময় এ কথা জানান তিনি।
মুনিরুজ্জামান বলেন, ‘ধোলাইখাল ট্র্যাকস্ট্যান্ডের একটি অংশে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণ করা হবে। এজন্য স্ট্যান্ডের ৬০ ফুট বাই ৬০ ফুট অংশ থেকে ট্রাকগুলো সরিয়ে জায়গাটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে বুঝিয়ে দেয়া হয়েছে।’
এমএমএ/এসএস/এমএস