বিএসএমএমইউর অধ্যাপকের মায়ের মৃত্যুতে উপাচার্যের শোক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরুর মা মনোয়ারা চৌধুরী শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
তার মৃত্যুতে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শনিবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ডা. কনক কান্তি বড়ুয়া মরহুমার মরদেহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে মরহুমা মনোয়ারা চৌধুরীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা মনোয়ারা চৌধুরীকে তার নিজ বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার উৎমা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এমইউ/এমআরএম/জিকেএস