‘বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন এখন সময়ের দাবি’

মুক্তিযুদ্ধের মূল চেতনা, অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র আর সাম্যের বাংলাদেশ বিনির্মাণে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন এখন সময়ের দাবি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন আন্দোলনে সংহতি জানিয়ে তিনি এমন মন্তব্য করেন।
বোয়াফ সভাপতি বলেন, স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও মহল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেই বাংলাদেশকে মৌলবাদ-জঙ্গি রাষ্ট্র বানাতেই বাহাত্তরের সংবিধানকে অবৈধ হস্তক্ষেপ করে। রাজাকারদের রাজনীতিতে পৃষ্ঠপোষক করার জন্যই তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করে।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মহান বিজয়ের ৫০ বছরে দাঁড়িয়ে আমরা আজও বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন করতে পারিনি। এটা আমাদের রাজনৈতিকভাবে বড় ধরনের ব্যর্থতা। এ ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের মূল চেতনায় রাষ্ট্র পরিচালনা করতে হলে বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন করতে হবে।
আহ্বায়ক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী হাসান আহমেদের সভাপতিত্বে সংহতি জানান আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হামজা রহমান অন্তর, সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সদস্য জাফর ইকবাল, যুগ্মসাধারণ সম্পাদক, সাংবাদিক সমিতি, মিরপুর বাঙলা কলেজ।
এইচএস/এসজে/এমএস