রাজধানীতে পিকআপ চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর

রাজধানীর গুলশান থানাধীন বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে পিকআপভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন।
রোববার (১৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইফুল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নুরুল হকের ছেলে। তিনি রাজধানীর বারিধারায় পরিবার নিয়ে বসবাস করতেন।
সাইফুলের ছোট ভাই মোস্তফা জানান, ভোরে নিজের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন সাইফুল। সুবাস্তু টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এএএইচ/এমকেএইচ