ডিএনসিসি মেয়রের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৮ জানুয়ারি) বিকেল তিনটায় গুলশান-২-এর নগর ভবনে রাষ্ট্রদূত মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ডিএনসিসি মেয়র বলেন, বাংলাদেশ ও কসোভো দুটি ভ্রাতৃপ্রতিম দেশ। দুই দেশের রাজধানী শহর একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করতে পারে। কসোভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় রাষ্ট্রদূত গুনের উরেয়া মেয়রের কাছে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কসোভোর রাজধানী প্রিস্টিনাকে ঢাকা উত্তরের ‘সিস্টার সিটি’ হওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, দুটি শহরের মধ্যকার সম্পর্ক দুই দেশের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। এ সময় তিনি ডিএনসিসি মেয়রের বিভিন্ন ধরনের জনসচেতনতা ও জনসেবামূলক কাজের প্রশংসা করেন।
এমএমএ/এআরএ/জিকেএস