রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬২

প্রতীকী ছবি
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৬২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ৬টা থেকে সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, অভিযানকালে গ্রেফতারদের হেফাজত থেকে ২১ হাজার ৯৪৫ পিস ইয়াবা, ৯ হাজার ৩৫৬ গ্রাম ৪০৪ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৭০০ গ্রাম ২০ পুরিয়া গাঁজা, দুই লিটার দেশি মদ এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা রুজু হয়েছে বলেও ডিএমপি জানায়।
এআরএ/এমকেএইচ