ফসলের মাঠে ভ্যানচালকের মরদেহ

নওগাঁয় ফসলের মাঠ থেকে সবুজ হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার চুন্ডিপুর ইউনিয়নের গঙ্গাকান্ধি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সবুজ হোসেন জেলার আত্রাই উপজেলার মাগুরাপাড়া গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের বাবা সাজ্জাত হোসেন বলেন, সবুজ হোসেন প্রতিদিনের মতো সোমবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকালে শুনতে পাই ছেলের লাশ মাঠে পড়ে আছে। তার ভ্যানটিও পাওয়া যাচ্ছে না।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর কেউ তার মরদেহ ফাঁকা মাঠে ফেলে গেছে। নিহতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপতাল মর্গে পাঠানো হয়েছে।
আব্বাস আলী/এএইচ/জেআইএম