সরকারি চাকরিতে নিয়োগ সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন

সরকারি চাকরিতে উপসহকারী প্রকৌশলী পদে ৩১টি টেকনোলজিস্ট নিয়োগ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রাজধানীতে মানববন্ধন হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে 'অবহেলিত ৩১টি টেকনোলজির সাধারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ' ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটসমূহে ৩৪টি টেকনোলজি বর্তমানে চালু থাকলেও দীর্ঘ ২৫ বছর পূর্বে চালুকৃত ৩১টি টেকনোলজির সরকারি চাকরিতে কোনো উল্লেখযোগ্য নিয়োগ নেই বললেই চলে। ইতোমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চলমান উপসহকারী প্রকৌশলী পদের মৌখিক পরীক্ষায় কনস্ট্রাকশন ও সিভিল (উড) টেকনোলজি অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। এমনকি আসন্ন মৌখিক পরীক্ষা থেকে বাদ পড়ার আশঙ্কা করছি।
লিখিত বক্তব্যে তারা জানান, গত বছরের ২১ ডিসেম্বর তারা কারিগরি শিক্ষাবোর্ড ও অধিদফতরের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেসময় কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়। সাত দিনের মধ্যে তাদের দাবি মেনে নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হলেও দৃশ্যমান কোনো কার্যক্রম এখনও চোখে পড়ছে না।
এসময় শিক্ষার্থীরা বিষয়টির সমাধানের জন্য শিক্ষা উপমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া তিন দফা দাবি জানান তারা।
দাবিগুলো হলো-
১. অবহেলিত ৩১টি টেকনোলজির সরকারি চাকরিতে নিয়োগ সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
২. বিপিএসসিসহ দেশে চলমান সকল নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে সমমান টেকনোলজিকে সুযোগ দিতে হবে।
৩. টেকনোলজিভিত্তিক শিক্ষক নিয়োগে স্ব স্ব টেকনোলজি হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিতে হবে।
এসময় বক্তৃতা করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পক্ষে মোবারক হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।
এওয়াইএইচ/এএএইচ/জিকেএস