বুড়িগঙ্গার পাড় থেকে পাঁচতলা ভবন গুঁড়িয়ে দিল বিআইডব্লিউটিএ

বুড়িগঙ্গা নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে চতুর্থ দিনের মতো কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান চালায় সংস্থাটির ঢাকা নদী বন্দর।
ঢাকা নদী বন্দরের পরিচালক গুলজার আলী জাগো নিউজকে জানান, আজকের অভিযানে একটি পাঁচতলা ভবন, একটি চারতলা ভবন, দুটি তিনতলা ভবন, একটি দোতলা ভবন, সাতটি আধাপাকা ভবন, পাঁচটি টংঘর গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।
এমএমএ/এএএইচ/জেআইএম