রেজাউলের গণসংযোগে যুবলীগ নেতা ছুরিকাহত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর গণসংযোগে অংশ নিতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন যুবলীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আদিত্য নন্দী।
রোববার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নগরের ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক। তিনি বলেন, ষোলশহর কসমোপলিটন আবাসিক এলাকায় নির্বাচনী গণসংযোগে যুবলীগ নেতা আদিত্য নন্দী ছুরিকাঘাতে আহত হন। যুবলীগের মিছিল শুরুর আগে দু’পক্ষের কথাকাটাকাটির জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নেয়া হয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আবু আজাদ/এসজে/জেআইএম