শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় অলি উল্লাহ (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, শনির আখড়ার দনিয়া কলেজের সামনে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান অলি উল্লাহ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাই আব্দুল বারিক বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার তিতাস উপজেলায়। বর্তমানে কদমতলীর শ্যামপুর জিয়া সরণিতে পরিবার নিয়ে থাকতেন অলি উল্লাহ। তিনি চার ছেলে ও তিন মেয়ের জনক ছিলেন।
এমআরআর/এমএস