সুজানগর পৌর নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না

পাবনার সুজানগর পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জানুয়ারি (শনিবার)। এই নির্বাচনে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি থাকবে না।
সোমবার (২৫ জানুয়ারি) এ সংক্রান্ত এক বিশেষ নির্দেশনায় এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্দেশনায় ইসি বলেছে, আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের পৌরসভা সাধারণ নির্বাচনের সঙ্গে সুজানগর পৌরসভা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন সাধারণ ছুটির প্রয়োজন হবে না। তবে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে, সেগুলো বন্ধ থাকবে।
তাছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাধীন স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব অফিস, সংস্থা, প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
পিডি/এমআরআর/এমএস