তৃতীয় ধাপে ৬২ পৌরসভার ভোটে থাকছে না সাধারণ ছুটি

আগামী ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় থাকছে না সাধারণ ছুটি। তবে নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এমন নির্দেশনা দিয়ে মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক তৃতীয় ধাপে ৬২টি পৌরসভার সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন ৩০ জানুয়ারি সাধারণ ছুটি ছাড়া নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারণ করা হয়েছে, সেগুলো বন্ধ ঘোষণা করা হলো।
এছাড়া সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা এবং পার্শ্ববর্তী পৌরসভা/উপজেলা/জেলাধীন অন্যান্য দফতর/সংস্থা/প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দানের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয় প্রজ্ঞাপনে।
আরএমএম/ইএ/জেআইএম